স্টাফ রিপোর্টার:
জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি বাংলাদেশের অপরাধীদের পক্ষে ওকালতি করার দল। ৭১এর যুদ্ধ অপরাধী দল, রাজাকার জামাত,৭৫ খুনিদের ও ২১ শে আগষ্ট খুনিদের পক্ষে ওকালতি এবং তাদেরকে আশ্রয় প্রশয় দিচ্ছে। তারেক রহমানের কারাবন্দি দিবস পালনের মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে বাংলাদেশের তাবদ অপরাধীদের পক্ষে আছে। এখন পর্যন্ত বিএনপি সে অপরাধীদের কাছ থেকে সরে আসেনি। সুতরাং বিএনপি কার্যত সকল অপরাধীদের একটি রক্ষার দল মাত্র।
তিনি আরও বলেন বাংলাদেশে যারা গনতন্ত্র বিশ^াস করে তাদের প্রথম কাজ হচ্ছে আইনের শাসনকে সম্মান ও শ্রদ্ধা করে অপরাধীদেরকে বজন করা। কিন্তু বিএনপির জন্ম থেকে আইনের শাসনকে বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করে সকল খুনীদের পক্ষে ওকালতি করেছে এবং তাদেরকে অপরাধ থেকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেছে। বিএনপি রাজনৈতিক নামে দেশের শত্রæ ও খুনীদের পক্ষে ওকালতি দল করছে এবং পাকিস্তানের প্রক্সি খেলোয়ার হিসেবে বাংলাদেশে রাজনীতিতে এখনও ঘুরে বেড়াচ্ছে।
আজ সকালের দিকে মিরপুর উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সমাধিতে পুষ্পস্তবক অর্পন করার সময়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার হারন অর রশিদ, জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ স্থানীয় জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।