1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :

বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ইবিতে

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৫৯ বার নিউজটি পড়া হয়েছে

ইবি প্রতিনিধি :

ইবির প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘শিক্ষার্থীদের একটি দাবি ছিল বহিরাগত প্রবেশ নিষিদ্ধ। সেই দাবি ও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, বহিরাগতদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট ও মাদকাসক্তদের আড্ডাখানায় যাতে পরিণত না হয়, বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা যাতে বজায় থাকে এজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।’ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাইকিং করে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ইবির প্রধান ফটক থেকে শেখপাড়া ও শান্তিডাঙ্গা এলাকায় মঙ্গলবার সকাল থেকে মাইকিং করে এ ঘোষণা দেয়া হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা লিখিত আদেশ দিয়েছে। আদেশে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সব ছাত্র-ছাত্রীদের নিজ নিজ পরিচয়পত্র বহন করতে বলা হলো। এ নির্দেশ অমানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। ইবির প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘শিক্ষার্থীদের একটি দাবি ছিল বহিরাগত প্রবেশ নিষিদ্ধ। সেই দাবি ও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, বহিরাগতদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট ও মাদকাসক্তদের আড্ডাখানায় যাতে পরিণত না হয়, বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা যাতে বজায় থাকে এজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।’ সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে বহিরাগত তিন-চারজন। অভিযুক্তদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। সেইসঙ্গে প্রশাসনের বৈঠকে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলেন। তাদের দাবিগুলো হলো এ ঘটনার সুষ্ঠু বিচার, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করা।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x