পুলক সরকার:
রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অবৈধ মজুদ রোধ ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে কুষ্টিয়ার খোকসায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০’মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রিপন বিশ্বাসের সভাপতিত্বে উক্ত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদস রত্ন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: কামরুজ্জামান সোহেলসহ পৌর বাজারের ব্যাবসায়ীরা।
এসময় ইউএনও বলেন, ‘আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি, মজুত এবং কালোবাজারি করলে কোনোভাবে তা বরদাস্ত করা হবে না। পণ্যের মান এবং দাম নিশ্চিত না করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, বিক্রেতার প্রত্যককে বাজারের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। সরকারি সকল নির্দেশনা মানতে হবে।