1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :

পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল সহ দুইজন গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৮৪ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল সহ সেন্টু মন্ডল (৪১) ও  জাহিদুল ইসলাম শেখ (৩৯) নামে  দুইজন গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকালের দিকে খোকসা থানাধীন শিমুলিয়া দক্ষিণপাড়া গ্রাম থেকে তাদেরকে চোরায়কৃত দুইটি মোটর সাইকেলসহ গ্রেপ্তার করে। আজ সোমবার কুষ্টিয়া জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসবিফিংয়ে পুলিশ সুপার খাইরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য প্রদান করেন। প্রেস বিফিংয়ে তিনি বলেন  কুষ্টিয়ার খোকসা থানার অভিযানে চোড়াই মোটরসাইকেল সহ দুই চোরচক্রের সদস্য গ্রেফতার হয়েছে। জনৈক মোঃ হালিম রেজা (২৫), পিতা-মোঃ শামীম রেজা (আবু), সাং-শিমুলিয়া (দক্ষিণপাড়া), থানা-খোকসা, জেলা- কুষ্টিয়া ইং ১৯/03/20২৩ তারিখ বিকাল অনুমান ১৬:১০ ঘটিকার সময় খোকসা থানাধীন শিমুলিয়া (দক্ষিণপাড়া) গ্রামস্থ তার বসত বাড়ির সামনে তার নিজের রেজিঃ বিহীন ব্লু রংয়ের TVS RTR APACHE- 160cc মোটরসাইকেল (কিস্তিতে ক্রয়কৃত) যার চেচিস নং MD634KE43J2B05108, ইঞ্জিন নং-0E4BJ2X05055 এর ঘাড় লক করে রেখে বাড়ির ভিতরে যায়। প্রায় ০৫ মিনিট পরে তার মোটরসাইকেলটি চালু হওয়ার শব্দ শুনে বাড়ি থেকে দৌড়ে বাহিরে এসে দেখতে পায় ০১ জন লোক বাদীর মোটরসাইকেল ও অপর ০১ জন লোক তাদের চোরাই কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল নিয়ে বিলজানি বাজারের দিকে যাচ্ছে। সেই সময় বাদী মোটরসাইকেল চোর চোর বলে চিৎকার করলে আশপাশে থাকা লোকজনসহ বাদী তাদের পিছে ধাওয়া করে এবং বিলজানি বাজারে থাকা তার পরিচিত একজনকে মোবাইল করে জানায় তার মোটরসাইকেলটি চুরি করে ০২ জন লোক বিলজানি বাজারের দিকে যাচ্ছে। একই তারিখ বিকাল অনুমান ১৬:২০ ঘটিকার সময় বিলজানি বাজারের পার্শ্বে থাকা খোকসা থানার পুলিশ টহল দল স্থানীয় লোকজনের সহায়তায় বিলজানি বাজারস্থ তুহিনের চা দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ১। মোঃ সেন্টু মন্ডল(৪১), পিতা-মৃত আহাদ মন্ডল, সাং-দত্তপাড়া (বর্তমান ঠিকানা-শ্বশুর মোঃ জলিল শেখ, সাং-দক্ষিনপাড়া, ভরুয়া পাড়া, ডাকঘর-বান্ধবদৌলতপুর, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর), থানা-নাটোর সদর, জেলা-নাটোর, ২। মোঃ জাহিদুল ইসলাম শেখ (৩৯), পিতা-মৃত জোবায়েত শেখ, সাং-কুনিয়া (চর দক্ষিনপাড়া), থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুরদের ধৃত করেন। ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসা করলে তারা স্বীকার করে যে, তারা দেশের বিভিন্নস্থানে মোটরসাইকেল চুরি করে আসছে। পুলিশ ও স্থানীয় লোকজন কর্তৃক ধৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে মোঃ সেন্টু মন্ডল(৪১), পিতা-মৃত আহাদ মন্ডল, সাং-দত্তপাড়া (বর্তমান ঠিকানা-শ্বশুর মোঃ জলিল শেখ, সাং-দক্ষিনপাড়া, ভরুয়া পাড়া, ডাকঘর-বান্ধবদৌলতপুর, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর), থানা-নাটোর সদর, জেলা-নাটোর এর কাছ থেকে ০১(এক)টি লোহার তৈরী T আকৃতির তালা খোলার মাষ্টার কী ও আসামীদের চোরাই কাজে ব্যবহৃত অপর একটি লাল রংয়ের TVS RTR APACHE-160cc, যার চেচিস নং MD624HC13H2F67606, ইঞ্জিন নং-CIF7258806 মোটরসাইকেল উদ্ধার করে। এ সংক্রান্তে খোকসা থানার মামলা নং-০৭, তাং-২০/০৩/২০২৩ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু হয়েছে বলে তিনি জানান। এ সময় উদ্ধতন পুলিশ বাহিনীর কর্মকর্তা ও কর্মচারীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x