1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :

বিএনপির আন্দোলন সংগ্রাম শেষ, তাদের নিয়ে ভাবনার কিছু নেই: কুষ্টিয়ায় মাহবুবউল আলম হানিফ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৫১ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন বিএনপি ভেবেছিল বিদেশীদের কাছে দৌড়ঝাড় করে এ সরকারের পতন ঘটানো যাবে। ১০ই ডিসেম্বরকে সামনে রেখে এ পরিকল্পনা বিএনপির ছিল। কিন্তু সেটা ব্যর্থ হওয়ায় বিএনপির ষড়যন্ত্র ও আন্দোলন ব্যর্থ হয়েছে। এ অত্যাশায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছে। বিএনপি এখন করুণ অবস্থায় থাকায় তাদেরকে নিয়ে কথা বা ভাবনার কিছু নেই। বিএনপির আন্দোলন শেষ, তাদের অস্বিত্ব টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক মাঠে যেসব কথাবার্তা বললে তাদের কর্মীরা উদ্বৃত্ত হয়ে থাকে সেসব কথা বলার আহবান জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময় ও সংবিধান অনুযায়ী এবং বর্তমান সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সকালের দিকে জেলা শিল্পকলা একাডেমি স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন আওয়ামীলীগের শান্তি সমাবেশকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মির্জা ফখরুলকে উদ্দেশ্যে করে বলেন মির্জা ফখরুলের এখন পাকিস্তানের শান্তি সমাবেশের কথা মনে পড়ছে। কারণ মির্জা ফখরুলের বাবা ছিলেন ৭১ এর শান্তি কমিটির লোক ও রাজাকার ছিল। রাজাকারের সন্তান হিসেবে সে সময়ে শান্তি কমিটি মনে পরায় স্বাভাবিক।
যারা বাংলাদেশে এ স্বাধীনতা মানতে যাদের কষ্ট হয়েছে, যারা স্বাধীনতার বিরোধী যেমন মির্জা ফখরুলের বাবা ছিল। তাদের কাছে পাকিস্তানই ভালো থাকার কথা। তাদের কাছে এ স্বাধীনতা ভালো থাকার কথা নয় তারা তো এ বাংলাদেশ চাই নাই।
বিএনপি সরকারের বিরুদ্ধে দুনীর্তির কথা বলার আগে বিএনপি সহ মির্জা ফখরুল এবং তাদের নেতা তারেক জিয়ার চেহারায় আয়না দেখতে বললেন। দেশের বাহিরে বিদেশেরাই তদন্ত করে দুর্নীতি আখ্যায়িত করেছেন বিএনপিদেরকে। এ সময় কুষ্টিয়া চার আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ, এবি ব্যাংক লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালসহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে কৃষকদের মাঝে ১ হাজার ৩০০ কৃষককে ১লক্ষ টাকা করে ঋণ বিতরণ করেন হানিফ।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x