স্টাফ রিপোর্টার :
যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন বিএনপি বা বাংলাদেশে এমন কোন রাজনৈতিক শক্তি নেই যারা আন্দোলন করে এ সরকারের বিরুদ্ধে কিছু করার সুযোগ বা ক্ষমতা তাদের নেই। এসব কথাবার্তা বলছে শুধুমাত্র কর্মীদেরকে টিকিয়ে রাখার জন্য নিজেদের মনে শান্তি খোজার চেষ্টা করছে মাত্র। আন্দোলন করার খেলা বিএনপির শেষ হয়ে গেছে, তাদের আন্দোলন জনগণ এখন বিশ^াস করে না। হানিফ বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সকল দলকে নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনপির ১০ দফা দাবী নিয়ে হানিফ বলেন বিএনপির ১০ দফা দাবী নিয়ে সরকার ও জনগণ এখন ভাবছে না। তাদের দাবী তাদের কাছে রাখুক।
নির্বাচন অংশগ্রহণে তিনি বলেন যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সক্ষমতা আছে শুধু তারাই নির্বাচনে অংশগ্রহন করতে পারবে। যদি কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহন না করে তাহলে পরবর্তীতে রাজনৈতিতে অংশগ্রহণ করতে পারবে না। আজ সকালের দিকে জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আওয়ামীলীগের স্বেচ্ছাসেবক লীগের সাথে মতবিনিময় ও সদস্য সংগ্রহে উদ্ভোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন
বিএনপির চরিত্র জ¦ালাও পোড়াও করে রাজনৈতিক করে আসছে। ২০০১-২০০৬ সাল পর্যন্ত হত্যা সন্ত্রাস করেছে ২০১৩,১৪,১৫ সালে আন্দোলনের নামে পেট্টোল বোমা দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে এসব কথা জনগণ জানে। বিএনপি অতিতে যেসব কমকান্ড করেছে এ ধরনের কর্মকান্ড ভবিষ্যতে আর সাহস ও সুযোগ পাবে না। এসময় আক্তারুজ্জামান লাবুর সভাপতিত্বে কুষ্টিয়া এক আসনের সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ্, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ সদর উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী উপস্থিত ছিলেন।