ভেড়ামারা প্রতিনিধি :
ফুপাতো ভাই রাব্বি কে বাঁচাতে গিয়ে ইশান নামে এক ছাত্র পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজ দুপুরের দিকে ক্ষেমেড়দিয়ার নওদা পাড়ায় বাড়ি ইশান পাম্প হাউজ জিকে ক্যানেলে গোসল করতে নেমে সাঁতার না জানায় পানিতে ডুবে মারা যায় বলে এলাকাবাসী জানান। ইশান কুষ্টিয়া দর্পন পলিটেকনিকেল কলেজের ইলেকট্রিক বিভাগের ষষ্ঠ বর্ষের ছাত্র । ইশান ,প্রবাসী আরিফ হোসেনের বড় ছেলে ।স্থানীয় লোক জনের সহযোগিতায় পানি থেকে তুলে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ তার বাবার
বাড়ি মোকাররম পুর ইউনিয়নের ক্ষেমেরদিয়া নওদাপাড়া গ্রামের বাড়ি নিয়ে গেলে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।