স্টাফ রিপোর্টার :
বিজিবি অভিযানে মেহেরপুর সীমান্তে মাদকদ্রবসহ নয়ন মালিথা (১৯) নামে একজনকে আটক করেছে বিজিবি। গতকাল বিকালের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাথুলী বিওপি’র দায়িত্বপ‚র্ণ এলাকার সীমান্ত পিলার ১৩২/১৮-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর মাঠ নামক স্থানে হাবিলদার সরদার মোঃ রবিউল ইসলাম এর নতেৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক মোঃ নয়ন মাথিলা(১৯), পিতা- আহমদ আলী মাথিলা, গ্রাম- কুতুবপুর, ডাকঘর- কাথুলী, থানা+জেলা- মেহেরপুরকে ভারতীয় ১০ কেজি গাঁজা, ০১টি প্লাস্টিক বস্তাসহ আটক বিজিবি। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার ম‚ল্য ৩৫,০২০/- টাকা। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আসামীকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে যার মামলা নম্বর ৪০ তারিখ ২৪ মার্চ ২০২৩।