স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়ায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মিনট আলী (৫৩) নামে একজন আটক করেছে র্যাব-১২। গতকাল রাতে কুষ্টিয়া শহর বজলুর মোড় থেকে তাকে আটক করে। আটকৃকত হলেন কুমারখালী উপজেলার মোল্লাতেঘরিয়া গ্রামের রওশন আলীর ছেলে মিটন আলী। আজ সকালের দিকে র্যাব-১২ এর কার্যালয়ে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন কোম্পানী কামান্ডার ইলিয়াস খান।
এ সময় প্রেসবিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন গত ২১ মার্চে সন্ধ্যায় কুষ্টিয়া জেলার সদর থানাধীন পেঁয়ারাতলা এলাকায় ৮ বছর বয়সী দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে একই এলাকায় বসবাসকারী নাইট গার্ড মোঃ মিটন আলী (৫৩) বাণিজ্য মেলায় নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে ঐ ছাত্রীকে নিয়ে মিটন আলী তার পিতার বাড়ি মোল্লাতেঘরিয়া ক্যানালপাড়া এলাকায় নিয়ে গিয়ে ফাঁকা জমিতে ঐ দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ঐ ছাত্রীর বাবা কুষ্টিয়া মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।