1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :

দৌলতপুরে বিদ্যুৎতের তার ছিড়ে ৬টি মহিষের মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৫১ বার নিউজটি পড়া হয়েছে

 

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মহিষের খামারের উপর বিদ্যুতের তার ছিড়ে পড়ে ৬টি মহিষের মৃত্যু হয়েছে,এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৪ এপ্রিল) রাত ১টার সময় উপজেলা রামকৃষ্ণপুর ইউনিয়ন ছলিমেরচর আনজুপাড়া গ্রামের উকিল খান এর ৩য় পুত্র রতন আলীর মহিষের খামারের উপর পল্লী বিদ্যুৎ এর ১১হাজার ভোল্টেজের তার ছিড়ে পড়ে ১৬ টি মহিষের মধ্যে ৬টি মহিষ ঘটনাস্থলেই মারা যায়। খামার মালিক রতন আলী জানান,প্রতিদিনের ন্যায় সোমবার রাতে আমার খামারে মহিষ বেধে রেখে রাতে বাসায় ঘুমাতে যাই।রাত ১টার দিকে আমার খামারের উপর পল্লীবিদ্যুতের তার ছিড়ে পড়ে আগুন ধরে যায়।এসময় বিদ্যুতায়িত হয়ে ১৬টি মহিষের মধ্যে ৬টি মহিষ মারা যায়,যার আনুমানিক ক্ষতির পরিমাণ ১৫লক্ষ টাকা।আমি মহিষ পালন করে জীবিকা নির্বাহ করি,তাই এ ক্ষতিতে আমি দিশেহারা হয়ে পড়েছি।আমি কর্তৃপক্ষের কাছে এঘটনার বিচার কামনা করছি। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এস এম নাসিরুদ্দিন জানান,এটা নিছক একটা দুর্ঘটনা, তাই এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত খামারীকে সামর্থানুযায়ী সহযোগিতা করার পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x