সারাদেশে আগামী ৩০ এপ্রিল শুরু হতে যাচ্ছে মাধ্যমিক (এসএসসি)সমমানের পরীক্ষা। মাধ্যমিক এই পরীক্ষা যাতে সুষ্ঠু, সুন্দর, নকল মুক্ত ভাবে অনুষ্ঠিত হয় সেজন্য আজ ২৬ এপ্রিল থেকে আগামী ২৩ মে পর্যন্ত এক মাস সকল কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
তিনি এ সময় আরো জানান নির্দিষ্ট সময় পরে কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হলে তার নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সহ প্রবেশের সময় বিলম্ব হওয়ার কারণ সমূহ ইত্যাদি একটি রেজিস্টার লিপিবদ্ধ করে ওই দিন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।
গত মঙ্গলবার ২৫ এপ্রিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠেয় মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও সুশৃংখল পরিবেশে আয়োজনে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।
ঐদিন সভার শেষে শিক্ষা মন্ত্রী আরো বলেন বরাবরের মতো পরীক্ষা কেন্দ্রে সচিব ছাড়া কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। কেন্দ্র সচিব ছবি তোলা , ইন্টারনেট ব্যবহার করা যায় না এমন সাধারন একটি ফিচার ফোন ব্যবহার করতে পারবেন।
আরো প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে শিক্ষা মন্ত্রী বলেন অনুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।