1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় দুর্নীতির মামলায় জামিন পেলেন মেয়রসহ ৩ জন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১০৪ বার নিউজটি পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি :
দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগের ঘটনায় দুদকের করা মামলায় কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের নেতা সামছুজ্জামান অরুনসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত। আজ সকালের দিকে কুষ্টিয়ার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে এ মামলার অপর ১৯ আসামিকেও জামিন দেওয়া হয়।
জামিনপ্রাপ্তরা হলেন- কুমারখালী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান অরুন, কুমারখালী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আবুল কাশেম এবং শিক্ষক প্রতিনিধি ও ট্রেড ইন্সট্রাক্টর (ভোকেশনাল শাখা) মো. আব্দুস সাত্তার।
আদালত সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক নীলকমল পাল বাদী হয়ে ২২ আসামির বিরুদ্ধে অপরাধমূলক অসদাচরণ করে পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নিয়ম ভঙ্গ করে কুষ্টিয়ার কুমারখালী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী পদে নিয়োগ দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে দুদকের কৌঁসুলি অ্যাডভোকেট আল মুজাহিদ হোসেন মিঠু বলেন, উনারা গতকাল শনিবার পর্যন্ত হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। আজ মেয়র, প্রধান শিক্ষকসহ মোট তিন আসামি আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x