বিনোদন ডেস্ক :
২০০৬ সালে শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এরপর বেশ কিছু সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে সকলের নজর কাড়েন তিনি। শিশুশিল্পী হিসেবে সর্বশেষ ২০১৫ সালে চলচ্চিত্রে দেখা যায় দীঘিকে। এরপর দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২১ সালে নায়িকা হিসেবে চলচ্চিত্রে ফিরেন দীঘি। আর সেসময় থেকেই বডি শেমিংয়ের শিকার হয়ে আসছিলেন তিনি। গত দুই আড়াই বছরে অনেক কটু মন্তব্য মুখ বুজে সহ্য করতে হয়েছে তাকে, শুধুমাত্র তার ওজন নিয়ে! মনে মনে পণ করেছিলেন, নতুনভাবে হাজির হবেন। অবশেষে সেটাই করে দেখালেন দীঘি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া দীঘি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে এ কথা জানিয়েছেন। আট মাস আগের এবং সাম্প্রতিক- নিজের এমন দুটি ছবি পোস্ট করে নতুনভাবে নিজেকে তৈরি করা প্রসঙ্গে দীঘি লেখেন, সারাজীবনে অনেককিছু অতিক্রম করেছি কিন্তু এই যাত্রাটি আমার সবচেয়ে প্রিয়।
গত আট মাসে ৬১ কেজি থেকে ৫২ কেজি ওজনে নিজেকে নিয়ে এসেছেন বলে জানান দীঘি। এটিই তার টার্গেট ছিল। নতুন দীঘি তার এ যাত্রায় অনেক কিছু শিখেছেন উল্লেখ করে বলেন, এই আট মাস আমাকে অনেক কিছু শিখিয়েছে। উত্থান-পতন, ঘুমহীন রাত, হৃদয়ভাঙা, বিশ্বাসঘাতকতা, কটূক্তি, বডি শেমিংসহ আরও অনেককিছু। আর এখন সেই আমি একই ব্যক্তি, যে নিজেকে আরও শক্তিশালী প্রমাণ করার পরেও সবার ভালোবাসা পাচ্ছি। দীঘি বলেন, নিজের জন্য কখনই হতাশ বোধ করিনি এবং নিজেকে প্রতিটি ক্ষেত্রে ভালোবেসেছি এবং প্রতিটি উপায়ে আমি নিজেকে নিয়ে গর্ববোধ করছি। দীঘি জানান, তিনি যা করতে ভালোবাসেন তাই করেন। বলেন, আমার ভালোবাসার কাজগুলো করার জন্য কখনো অনুশোচনা করি না। দীঘি তার পোস্ট দিয়ে ধন্যবাদ দিয়েছেন তাদের, যারা প্রত্যেক ক্ষেত্রে পাশে থেকে তাকে অনুপ্রাণিত করেছেন। দীঘি বলেন, সবার জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা।