গত সপ্তাহে আবাসিক ভবন থেকে দক্ষিণ কোরিয়ান গায়িকা হেইসোর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করার সময় পুলিশ একটি চিরকুট খুঁজে পায়। যেটি ২৯ বছর বয়সী ওই গায়িকার নিজ হাতে লেখা বলে পুলিশ দাবি করছে। ১৫ মে হেইসোর মৃত্যুর খবর তার দলের পক্ষে থেকে ঘোষণা করা হয়। এক বিবৃতিতে বলা হয়, গত ১২ মে হেইসোর মৃত্যু হয়। এরপর সংক্ষিপ্ত পরিসরে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। একই সঙ্গে হেইসোকে নিয়ে কোনো বানোয়াট তথ্য প্রচার করা থেকে ভক্তদের অনুরোধ জানানো হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, গত ১২ মে একটি আবাসিক ভবনে একটি মরদেহ পাওয়া যায়। পরে জানা যায় এটি গায়িকা হেইসোর মরদেহ। দক্ষিণ কোরিয়ার নিউজ চ্যানেল ওয়াইটিএন এর খবরে বলা হয়েছে, ২০১৯ সাল থেকে হেইসো গানের সঙ্গে যুক্ত ছিলেন না।
গত মাসে কে পপ স্টার মোবিন মারা যান। তিনি বয় ব্রান্ড অ্যাস্ট্রোর সদস্য ছিলেন। ২৫ বছর বয়সী এই গায়কের মরদেহ তার বাসা থেকে উদ্ধার করা হয়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে তার বাড়ি ছিল।