1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :

গাঁজার নেশায় বাড়িতে আগুন, নেশা কাটতেই- ‘আমি করিনি!’

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৬৬ বার নিউজটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের ওড়িশা রাজ্যের কন্ধমালে এক যুবক মাত্রাতিরিক্ত গাঁজা সেবন করে নিজের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তার নাম প্রদীপ নায়েক। নেশা কাটার পর দেখেন স্ত্রী-পুত্র নিয়ে রাস্তায় দিন কাটাচ্ছেন। এমনকি, তিনি যে এমন কাজ করেছেন তা বিশ্বাসই করতে পারেননি প্রদীপ। শনিবার রাতে প্রদীপ গাঁজা খেয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তবে প্রত্যন্ত এলাকায় তার বাড়ি হওয়ায় ঘটনাটি জানাজানি হয় সোমবার।

প্রদীপ জানায়, জায়গা-জমি সংক্রান্ত একটি পারিবারিক বিবাদ চলছে। এ নিয়ে খুব চিন্তায় ছিলেন তিনি। তবে তিনি যে নিজের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন তা নেশার ঘোরে বুঝতে পারেননি। প্রদীপের পরিবারের লোকজন বলছে, রাতে চিৎকার চেঁচামেচি করে বাড়ির সবাইকে বাইরে বার করে আনেন যুবক। এক-দু’কথার পর নিজেই আগুন ধরিয়ে দেয়। এরপর ফায়ার সার্ভিসের সাহায্যে আগুন নেভানো হয়। প্রদীপ যখন বাড়ির লোকের সঙ্গে ঝামেলা করে বাড়িতে আগুন ধরাচ্ছেন, তখন ফোনের ক্যামেরায় ভিডিয়ো করেন এক স্থানীয় যুবক। তিনি প্রদীপকে দেখাতেই , খুব ভুল হয়ে গিয়েছে। নেশাটা বেশি করে ফেলেছিলাম। এখন প্রশাসনের তরফে শুকনো কিছু খাবার-দাবার দেওয়া হয়েছে এবং একটি আশ্রয়স্থলের ব্যবস্থা করা হয়েছে ওই পরিবারের জন্য।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x