1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :

দৌলতপুর পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল সহ আটক ১ 

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২০৭ বার নিউজটি পড়া হয়েছে
আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর
কুষ্টিয়া দৌলতপুরে থানা অফিসার  ইনচার্জ মজিবুর রহমান এর নেতৃত্ব থানা পুলিশের এস আই সেলিম রেজা সঙ্গীয় অফিসার এস আই সাব্বির হোসেন, কং আশরাফুল ইসলাম, জামিরুল ইসলাম কে  নিয়ে অভিযান পরিচালনা করে একটি চোরাই মোটরসাইকেল সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, গতকাল বুধবার বিকালে উপজেলার কোলদিয়াড় গ্রামের মধু মলিথার ছেলে দুলাল তার কালো কালার, লাল স্টিকার যুক্ত একটি বাজাজ কোম্পানির ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল  আল্লারদর্গা বাজার এলাকা থেকে   চুরি হয়েছে বলে লিখিত অভিযোগ করেন।
তার লিখিত অভিযোগের ভিত্তিতে আল্লারদর্গা বাজারের বিভিন্ন দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে সনাক্ত করতে সম্ভব হই। এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে এলাকাবাসী তাহার পরিচয় নিশ্চিত করেন। তিনি আমদহ গ্রামের মৃত আনাচ মন্ডলের  এর ছেলে ফয়সাল।  পরে তাকে আমরা আমদহ এলাকা থেকে রাত অনুমানিক ৯ টার দিকে  আটক করতে সক্ষম হই।তার দেওয়া তথ্য মতে তার নিজ বাড়ি হতে চুরি করা মোটরসাইকেলটি  উদ্ধার করা হয়।এ বিষয় দৌলতপুর থানা একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে তাকে জেলা প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x