সিরাজুল ইসলাম, ঠাকুর গাঁও প্রতিনিধিঃ
ঠাকুর গাঁও জেলার রানীশংকৈল উপজেলার ১ নং ধর্মগড় ইউনিয়নে চেকপোস্ট শাহানাবাদ গ্রামে বিষধর সাপের কামড়ে বাবু (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৭ই মে) বিকাল আনুমানিক ৫.৩০টার বেগুন বাড়িতে বিষ প্রয়োগ করতে গেলে কৃষি জমিতেই তাকে বিষধর সাপ কামড় দেয় |সাপ কামড় দেয়ার পর গ্রামের কবিরাজ দিয়ে ঝাড়- ফুক করলে অবস্থার উন্নতি না হওয়ায় রানীশংকৈলউপজেলা সাস্থ্য ক্লিনিকে নিয়ে আসলে ক্লিনিক কর্তপক্ষ ভ্যাকসিন নেই বলে জানান |
তাৎক্ষনিকভাবে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও ভ্যাকসিন না পেয়ে দিনাজপুরের আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন এবং পথিমধ্যে তিনি মৃত্যুবরন করেন |
নিহত বাবু ওই গ্রামের মজনু হকের ছেলে। সরকারী হাসপাতালগুলোতে সাপের ভ্যাকসিন না পাওয়ায় এলাকার মানুষগুলো ক্ষোভ প্রকাশ করেন | ভ্যাকসিনের অভাবে এর আগেও অনেক মানুষ রানীশংকৈলে সাপের কামড়ে মৃত্যবরন করেছেন বলে অভিযোগ জনসাধারনের |
ভ্যাকসিনের বিষয়ে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফিরোজ আলমের সাথে কথা বললে তিনি জানান– আমাদের হাসপাতালে সাপের কোনএন্টিভেম প্রতিষেধক ভ্যাকসিন নাই মৃত বাবুর আজকে দাফন কাজ সমপন্ন হয়।
সিরাজুল ইসলাম