স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে প্রকাশ্যে অনলাইন জুয়া খেলার অপরাধে এসএম মাহামুদুল হাসান(৩৭) নামে একজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ মে মোল্লাতেঘরিয়া এলাকায় অভিযান পরিচালনার সময়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকৃকত হলেন মোল্লাতেঘরিয়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
এ বিষয়ে র্যাবের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুঠোফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদ পেয়ে গত ১৭ মে ২০২৩ ইং তারিখ রাত ০৯:৩০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন মোল্লাতেঘরিয়া এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১টি মোবাইল, ০১টি সিম এবং নগদ ১৩,৬৭০/- (তেরো হাজার ছয়শত সত্তর) টাকা সহ ০১ জন আসামি এসএম মাহামুদুল হাসান (৩৭), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-মোল্লাতেঘরিয়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের অনলাইন জুয়া বিরোধী অভিযান সচল রাখতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন জুয়া, মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।