কুষ্টিয়া প্রতিনিধি:
সাম্প্রতিক সময়ে চায়ের দোকানে বাজি দিয়ে ক্যারাম খেলা ও ক্রিকেট জুয়া বন্ধে দোকান থেকে ক্যারাম ও টিভি অপসারণ শুরু করেছে মিরপুর থানা পুলিশ।
রবিবার গভীর রাতে মিরপুর পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালায় মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম। এসময় পৌর এলাকা থেকে ক্যারাম বোর্ড তুলে নিয়ে যায় এবং টিভি গুলো বাসায় নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় মিরপুরের ওসি রফিকুল ইসলাম বলেন, আমি অবাক হয়েছি রাত দশটার পরে কিভাবে অবাধে মানুষের আড্ডা, ক্যারাম, টিভি চলছে।এসপি স্যারের নির্দেশে মিরপুর থানা এলাকার আইন-শৃঙ্খলা নির্বিঘ্ন রাখতে চুরি, মাদক,জুয়া রুখতে আমরা সদা প্রস্তুত রয়েছি। আমি মিরপুর থানার সকল অফিসারদের বলে দিয়েছি মিরপুর থানা এলাকাতে কোন ধরনের টিভি ক্যারাম চলবেনা। সাম্প্রতিক সময়ে জুয়া মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। যা মানুষ চায়ের দোকানে বসে টিভিতে ক্রিকেটের মাধ্যমে এবং ক্যারামবোর্ডের মাধ্যমে খেলে আসছে। জুয়া বন্ধে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য কুষ্টিয়া সদরের হরিপুরে কেরাম বোর্ডের জুয়া খেলা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও জেলায় বহুদিন ধরে টেলিভিশনে ক্রিকেট ম্যাচ নিয়ে জুয়া ও ক্যারামে জুয়া খেলার অভিযোগ রয়েছে বলে জানা যায়।