1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক মামলায় দুইজনকে ১২ বছরের কারাদন্ড

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১১৯ বার নিউজটি পড়া হয়েছে

২৩ মে ২০২৩ \
কুষ্টিয়ার দৌলতপুরে ধর্মদহ এলাকায় পিকাপ গাড়ীতে মাদক বহন করার অপরাধে রাসেল সরদার (৩০) ও রুবেল প্রামানিক নামে দুইজনকে ১২ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সে সঙ্গে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ (মঙ্গলবার) দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহম্মদ আলী আহসান আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পুলিশের কঠোর পাহাড়ায় তাকে জেলা কারাগারে প্রেরণ করেন।
সাজাপ্রাপ্তরা হলেন পাবনা উপজেলার রুপপুর টিবুনিয়া ধরবিলা গ্রামের মৃত আমজাদ প্রামানিকের ছেলে রুবেল প্রামানিক ও টিকরী এলাকার মনিরুল সরদারের ছেলে রাসেল সরদার।
মামলা সূত্রে জানা যায় গত ২০১৯ সালের ১০ সেপ্টেম্বরে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানাধীন ধর্মদহ ফিল্ড হতে খালি ক্যারেট ভর্তি একটি নীল রংয়ের পিকাপ গাড়িতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে কচির মোড়ের দিকে আসার সময় গাড়ীতে বসে থাকা ড্রাইভার ও হেলপারকে আটক করে। তাদের গাড়ী তল্লাশী করে ১৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরবর্তীতে দৌলতপুর থানায় এস আই (নিঃ) এস এম রাজীব রায়হান বাদী হয়ে ঐদিন বিকেলে দিকে মাদক মামলা দায়ের করেন।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এস আই প্রকাশ রায় তদন্ত শেষে ২০১৯ সালের ১০ অক্টোররে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x