কুমারখালী প্রতিনিধি :
পাঁচ বছর পর হারিয়ে যাওয়া রাকিব হোসেন (১২) নামে এক শিশুকে ফেরত পেলেন মা রহিমা বেগম। আজ সকালের দিকে কুমারখালী পুলিশের সযোগিতায় নারী ছেড়া ধনকে ফেরত দেওয়া হয়। এ সময় মাকে ফেরত পেয়ে ভেঙে পড়েন মা ও বাবা।
পুলিশ সূত্রে জানা যায় প্রায় ০৫/০৬ বছর আগে ফরিদপুর জেলার সালথা উপজেলার জগন্নাথদী গ্রাম থেকে শিশুটির বাড়ি হতে কাউকে কিছু না বলে চলে যায়। শিশুটির পিতা মাতা তাকে অনেক খোঁজাখুজি করতে থাকলে তার সন্ধান কোথায় পান না। এক সময় তারা ধারণা করেছে তাদের ছেলেকে হয়তো বা আর ফিরে পাবে না।
ধারণা করা হচ্ছে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনে করে আসেন কুমারখালীতে আসে শিশুটি। শিশুটি কান্নাকাটি করলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঐ শিশুটিকে উদ্ধার করে কুমারখালী থানায় নিয়ে যান এবং পুলিশের কুমারখালী থানা ফেসবুকে শিশুটিকে পাওয়া গেছে মর্মে একটি পোষ্ট করেন। পুলিশ ঐ শিশুটির পরিবারের স্বজনদের খোঁজ না পেয়ে ১১ মে শিশু রাকিবকে সমাজ সেবা অফিসের মাধ্যমে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্র বালক বরাবর প্রেরণ করেন।
একমাস পর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্র বালক কৌশলে পালিলে পুনরায় আবারও কুমারখালী থানাতে আসেন ঐ শিশুটি। পরবর্তীতে কুমারখালী থানার অফিসার ইনচার্জ বিষয়টি জিডি করে বাংলাদেশের সমগ্র থানায় পরিবারের সন্ধান পাওয়ার জন্য বার্তা প্রেরণ করেন।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু রাকিবের ছবি শেয়ার করার ফলে আজ দুপুরের দিকে হারিয়ে যাওয়া শিশুটির মা ও বাবা আসলে বুদ্ধি প্রতিবন্ধী শিশু তার বাবা ও মাকে পেয়ে জড়িয়ে ধরেন। পরে তার বাবা ও মার কাছে ঐ শিশুটিকে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।