স্টাফ রিপোর্টার :
সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন নির্বাচনের দরজা কড়া নাড়তে শুরু করেছে। নির্বাচনকে নিয়ে দেশী বিদেশী মহল বন্ধের পায়তারা করছেন। রাজনৈতিক দল বিএনপি সাড়ে ১৪ বছর ধরে শেখ হাসিনা সরকারকে উৎক্ষাত করে নির্বাচনকে কেন্দ্র করে নতুন সরকারের অদল বদল করার চেষ্টা করছে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনার বিরুদ্ধে যত অভিযোগ দিয়েছে সবই মিথ্যা বলে দাবী করেন। আজ সকালের দিকে কুষ্টিয়া সার্কেট হাউজে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
উপ ও স্থানীয় নির্বাচনে জনগণ সুন্দরভাবে ভোট প্রদান করেছেন। উক্ত ভোটে কে বর্জন করল আর কে নির্বাচন করল সেটা নিয়ে জগণের কোন মাথাব্যাথা নেই। যত ব্যাথা বিএনপি ও জামায়াতের। আমেরিকা যেমন গণতন্ত্রের কথা বলে সেন্টমাটি দখল করার পায়তারা করে ঠিক তেমনি বিএনপি নির্বাচনের কথা বলে রাজাকারদেরকে সাথে নিয়ে রাজাকার ও যুদ্ধঅপরাধী এবং মুক্তিযুদ্ধের অগ্রযাত্রাকে আটকিয়ে দিবে এমন একটি সরকার গড়ে তোলার পায়তারা করছে তারা। আগে যে সরকার ক্ষমতায় ছিলেন তাদের ছত্রছায়ায় বিদেশীরা বাংলাদেশের মাটিকে ব্যবহার করে প্রতিবেশী উপমহাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত করেছেন। নির্বাচনকে কেন্দ্র করে একটু উল্টপাল্ট করা যায় কি না সেই চক্রান্ত নিয়ে বিএনপি ও জামায়াত মাথা ঘামাচ্ছেন। এসময় মিরপুর উপজেলার জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, জেলা জাসদের প্রচার সম্পাদক কারসেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।