কুষ্টিয়ায় হাসপাতালে হুড়োহুড়ির সময়ে এক শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ছাদ থেকে বৃষ্টির পানি পড়ে শিশু স্ক্যানার রুমের আইপিএস মেশিনের উপর পড়তে থাকে। আজ বিকেলে দিকে শিশু স্ক্যানার রুমের আইপিএস বিস্ফোরণ হলে কর্তব্যরত নার্স সহ রোগীর স্বজেনরা হুড়োহুড়ি করার সময়ে ৪ দিনের এক শিশু মারা যায়। নিহত শিশু হলেন কুমারখালী উপজেলার শানপুকুরিয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
নিহতের স্বজেনরা জানায় গত ২২ শে জুন গৃহবধু নূরজাহান দুইটি পুত্র সন্তান প্রসব করেন। একটি পুত্রের অবস্থা খারাপ হওয়ায় মারা যায়। অপরটি সুস্থ থাকায় কর্তব্যরত চিকিৎসক ঐ শিশুটিকে শিশু স্ক্যানার রুমে পর্যবেক্ষণের জন্য রাখে। আজ দুপুরের দিকে শিশুটির মা নূরজাহান শিশু পুত্রকে দুধপান করায়ে তার বেডে ফিরে যান। এরপর আষাড় মাসের ভারী বৃষ্টি হলে হাসপাতালের ছাদে পানি জমে যায়। ফলে হাসপাতালের ছাদ ছিদ্র হয়ে ফোটা ফোটা পানি পড়ে সংরক্ষিত রাখা বৈদ্যুতিক আইপিএস মেশিনের উপর ফলে শিশু স্ক্যানিং রুমে থাকা আইপিএস মেশিন বিস্ফোরণ ঘটে এবং মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ধোয়া এতে সৃষ্টি হয় আতংক। এখানে দায়িত্ব থাকা নার্স তাড়াতাড়ি করে চিকিৎসাধীন অবস্থায় ঐ শিশুগুলোকে নিরাপত্তা স্থানে সরিয়ে ফেলার সময়ে একটি শিশুর নাক মুখে রক্ত বের হতে থাকলে এবং ঘটনাস্থলে ঐ শিশু মারা যায়।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন প্রথমে মনে হয় স্ক্যানিং মেশিন বিষ্ফোরণ হয় বলে এমন খবর শোনা মাত্রই সেখানে গিয়ে দেখতে পান বৈদ্যুতিক আইপিএস মেশিনের উপর বৃষ্টির পানি পড়ে এবং সেটা বিষ্ফোরণের ঘটনা ঘটে। তবে কোন শিশুর হতাহতের ঘটনা না ঘটলেও একটি শিশু মারা যায়। হাসপাতালের ছাদ ছিদ্র হওয়ার বিষয়ে কর্তৃপক্ষকে জানালে কিছুদিন পর সেটা মেরামত করে যায় তবুও প্রত্যেকটা ওয়ার্ডে বৃষ্টির পানি পড়ছে বলে তিনি বলেন।