আজ (মঙ্গলবার) আশরাফুল ইসলাম মাদ্রাসার পিছনে দিকে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন বাড়াদী উত্তরপাড়ার সিদ্দিক হোসেনের ছেলে। মঙ্গলবাড়ীয়া আশরাফুল ইসলাম মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে দিকে মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে তার রুমে যায়। এরপর মাদ্রাসার ছাত্ররা বিকেলের দিকে খেলতে গেলে সাব্বির হোসেনের পুকুরে দিকে পড়ে থাকতে দেখলে স্থানীদের সহযোগিতায় তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়ে নিয়ে খোঁজ করছেন।