কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সঞ্চয় জমা নিয়ে শতাধিক গ্রাহকের টাকা নিয়ে উধাও “নীড় ফাউন্ডেশন নামে বেসরকারি একটি এনজিও সংস্থা। কথিত ওই এনজিওর প্রতারণার ফাঁদে পরে শতাধিক পরিবার প্রায় ৩০ লাখ টাকা খুইয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানিয়েছেন শহজ শর্তে ঋণ পাবার আশায় সাধারণ মানুষ নীড় ফাউন্ডেশনের ভর্তি ফরম পূরন করে সঞ্চয় প্রদান করে।
ভুক্তভোগী বিপুল, ইউপি সদস্য মমিন, মুরগী ব্যবসায়ী জিয়া, আমিরুলসহ বেশ কয়েকজন জানান, কুমারখালী দুর্গাপুর কাজীপাড়া এলাকায় মৃত ডাক্তার আব্দুল বারিকের মেয়ে লাভলীর বাড়িতে নীড় ফাউন্ডেশন নামক একটি এনজিও প্রতিষ্ঠান অফিস ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করেছে দৃঘ্যদিন ধরে। উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে এনজিওর ম্যানেজার হাবিবুর রহমান ও মাসুদ নামের এক ব্যক্তি সহজ শর্তে ঋণ প্রদানের আশ্বাস দিয়ে অফিসে আসতে বলেন তাদের। শহজ শর্তে ঋণ প্রত্যাশীরা এনজিও অফিসে আসলে বাড়ির মালিক লাভলী তাদেরকে আশ্বস্ত করেন বিনিয়োগ করলে কোন সমস্যা হবেনা এছাড়াও তাদের বলা হয় ১০ হাজার টাকা জমা দিলে ১ লাখ টাকা ঋণ দেওয়া হবে সহজ শর্তে। এভাবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। ঋণ পাবার আশায় ফরম পূরণের মাধ্যমে তারা বিভিন্ন অংকের টাকা প্রদান করেন।
গত ৬ তারিখে ঋণ প্রদানের দিন অফিস এসে ভুক্তভোগীরা অফিস তালাবদ্ধ দেখতে পান। এসময় তারা বাড়ির মালিক লাভলীর কাছে এনজিও সম্পর্কে জানতে গেলে তাদের সাথে খারাপ আচরণ করে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। এবং লাভলী থানায় এই মর্মে অভিযোগ দিয়েছে যে, এনজিওর ফার্নিচার ভুক্তভোগীরা লুটপাট করে নিয়ে যেতে পারে। বাড়ির মালিক লাভলীর এমন আচরণে তারা হতাশা প্রকাশ করে। প্রতারনার শিকার এ সব মানুষ টাকা ফেরত পেতে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুমারখালী থানা, র্যাব-১২ কুষ্টিয়াসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন বলে জানান।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মাদ আকিবুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।