অনলাইন ডেস্ক : শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিউল ইসলাম বলেন, ‘পাচারের জন্য রোহিঙ্গাদের জমায়েত করা হয়েছে এমন খবর পেয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১০ জন নারী, ৮ জন পুরুষ ও ১৫টি শিশু রয়েছে। এ সময় এক রোহিঙ্গা দালালকেও আটক করা হয়।’
কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকা থেকে পাচারের জন্য জড়ো করা নারী-শিশুসহ ৩৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
রোববার রাত ৯টার দিকে বাস টার্মিনালের শ্যামলী পরিবহনের কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় জয়নাল নামে এক দালালকেও আটক করা হয়। আটক জয়নাল নিজেও একজন রোহিঙ্গা ও মানবপাচার চক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি উখিয়ার বালুখালী ক্যাম্প-২০ এ। আরেক দালাল সাতকানিয়া উপজেলার কেরাণীহাট এলাকার ফয়সাল ওই সময় পালিয়ে যায়।
শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিউল ইসলাম বলেন, ‘পাচারের জন্য রোহিঙ্গাদের জড়ো করা হয়েছে এমন খবর পেয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১০ জন নারী, ৮ জন পুরুষ ও ১৫টি শিশু রয়েছে। এ সময় এক রোহিঙ্গা দালালকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’