১৫ আগষ্ট ২০২৩ : জেলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস নানান আয়োজনে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল আটটায় কুষ্টিয়া কালেক্টর চত্বরে বঙ্গবন্ধু ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মোঃ এহেতেশাম রেজা ও পুলিশ সুপার (এসপি) এইচ এম আব্দুর রকিব।
এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নেতাকর্মী, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলামসহ জেলা শ্রমিক লীগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পেশাজীবী ও সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।