1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

এনআইডি সার্ভার ৩৮ ঘণ্টা পর চালু

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২০ বার নিউজটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :  রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ একে এম হুমায়ূন কবীর। ছবি: নিউজবাংলা
এনআইডি ডিজি একে এম হুমায়ূন কবীর বলেন, আমরা প্রথমে দুঃখ প্রকাশ করছি কিছু সময়ের জন্য সার্ভারের মেইটেনেন্স (রক্ষণাবেক্ষণ) ও অন্যকিছু কারণের জন্য সার্ভার বন্ধ রেখেছিলাম। আনন্দের সঙ্গে জানাচ্ছি সার্ভার আমরা ওপেন করে দিয়েছি।

রক্ষণাবেক্ষণ ও হ্যাকিংয়ের ভয়ে প্রায় ৩৮ ঘণ্টা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সার্ভার বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন। পরে বুধবার দুপুর ২টার দিকে পুরোদমে চালু হয়েছে সার্ভার।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ একে এম হুমায়ূন কবীর এদিন দুপুরে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান।

এনআইডি ডিজি একে এম হুমায়ূন কবীর বলেন, ‘আমরা প্রথমে দুঃখ প্রকাশ করছি কিছু সময়ের জন্য সার্ভারের মেইটেনেন্স (রক্ষণাবেক্ষণ) ও অন্যকিছু কারণের জন্য সার্ভার বন্ধ রেখেছিলাম। আনন্দের সঙ্গে জানাচ্ছি সার্ভার আমরা ওপেন করে দিয়েছি।

‘আমাদের মেইনটেনেন্স (রক্ষণাবেক্ষণ) আর পত্রিকায় দেখেছিলাম ১৫ আগস্ট এ সময়ে সার্ভারে থ্রেট আসতে পারে। আমরা চিন্তা করলাম জাতীয় তথ্যভাণ্ডার যদি হ্যাক হয় বা অন্যকিছু হয় তাহলে তো আমাদের রিকোভার করতে হবে। আমাদের ওপর কোনো থ্রেট নেই। সেবা ১৭১ প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ পেয়ে থাকে।’

সার্ভারে কোনো লুফলস দেখতে পেলে অবশ্যই জাতির স্বার্থে বসে সিদ্ধান্ত নেয়া হবে জানিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশন সবসময় চেষ্টা করে এটা সচল রাখার জন্য।’

১৪ আগস্ট রাত ১২টার পর সার্ভার বন্ধ করে দেয়া হয় জানিয়ে তিনি বলেন, ‘যখন আমাদের মেসেজ আসলো কিছু হুমকি আসতে পারে। আজকে ২টায় চালু করেছি।’

সার্ভার হ্যাক করার চেষ্টা হয়েছে কি না জানতে চাইলে আইডিইএ -২ প্রকল্পের প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম বলেন, ‘আমরা কিছু থ্রেট দেখেছি। মাইনর ইন নেচার। এই থ্রেটটা দেখেছি যেটা নেগোসিয়েশন করার মতন। আজকে থ্রেটগুলো দেখেছি সেটা মূল্যায়ন করেছি। আমরা দেখতে পাচ্ছি এটা নেগোশিয়েট করা হয়েছে। দুইটা থেকে ফুল রান করছে। এখন পুরোপুরি সুরক্ষিত।’

১৭১টি সেবাগ্রহণকারী প্রতিষ্ঠানকে জানানো হয়েছিল জানয়ে এনআইডি ডিজি বলেন, ‘সাধারণকে যদি বলি তাহলে প্যানিক সৃষ্টি হতে পারে। প্যানিকটাকে মিনিমাইজ করার জন্য আজকে সকালেই চালুর চেষ্টা করেছিলাম। চালু করতে গেলে সব চেক করেছি। সাধারণের কষ্ট খুবই সামান্য।’

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!