কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সাহেব আলী (৪০) নামে একজন নিহত হওয়াকে কেন্দ্র করে তারই আপন চাচাতো ভাইদেরকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। গতকাল লাহিনী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ঐ গ্রামের আয়ুব আলীর ছেলে সাহেব আলী।
স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বিকেলের দিকে নিহত সাহেব আলীর স্ত্রী গরু গবর ফেলতে যান বাড়ীর পাশে^। কিন্তু তার ছোট চাচাতো ভাইয়ের ছেলে আলিম বর্ষা মৌসুমী গন্ধ লাগার কারণে তাকে গবর ফেলতে নিষেধ করেন। এরই একপর্যায়ে বড় চাচীর সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি হয় এবং মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় সাহেব আলী অসুস্থ হলে তাকে দ্রæত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার হাডে সমস্যা দেখা দিলে তৎক্ষনাত তাকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। কিন্তু নিহতের পরিবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে কুষ্টিয়া থানাপাড়াস্থ বেসরকারী মান্নান হার্ড ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান। পরে ঐখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে আইসিও নেওয়ার পথে মারা যান। নিহতের পরিবার তাকে বাড়ীতে নিয়ে গেলে বড় চাচাতো ভাইকে হত্যার দায়ে ছোট চাচাতো ভাইদের ফাঁসানোর অভিযোগ এনে কুমারখালী থানার পুলিশকে জানায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে বাড়ী থেকে লাশ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে নিহতের ছোট চাচাতো ভাইয়ের ছেলে আলিম জানায় গবর ফেলাকে কেন্দ্র করে বড় চাচীর সাথে একটু কথাকাটাকাটি হলে বড় চাচা এসে আমাকে ধাক্কা দেন। পরে আমি কিছু না বলে বাড়ীতে ঢুকে গেলে আমার বাবা আমাকে ধাক্কা দেওয়ার বিষয়টি তার বড় ভাতিজার কাছে জানতে গেলে বাবাকে পুকুরের ভিতর ফেলে দেন। এরই জের ধরে তার সাথে একটু ধাক্কাধাক্কি হয়েছে। এতে তার বড় চাচাতো ভাই অসুস্থ হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান দায়িত্বর চিকিৎসক তার হাডে সমস্যার দেখা দিলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে মান্নান হাড ফাউন্ডেশন নিয়ে গিলে আমাকে ফাঁসানোর জন্য বিষাক্ত কিছু নিহতের শারীরে প্রয়োগ করে মৃত্যু নিশ্চিত করেছে নিহতের পরিবাররা বলে এমনই অভিযোগ করেছেন ছোট ভাই আলিম।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম আকিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন নিহত সাহেব আলী স্টোক করে মৃত্যুবরণ করেন। তবে পরিবারের সন্দেহ হলে আমাদেরকে খবর দিলে লাশ মর্গে প্রেরণ করেন। এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।