1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব হত্যা মামলায় আলিম গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৯৭ বার নিউজটি পড়া হয়েছে

৩১ আগষ্ট ২০২৩ \
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পশ্চিম লাহিনীপাড়া গ্রামে সাহেব আলী (৫০) নামে একজনকে হত্যা মামলার প্রধান আসামী আলিম শেখ (৩২) নামে একজনক গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গতকাল রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কাঠাল বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সকালের দিকে কুষ্টিয়ার র‌্যাব-১২ এর কার্যালয়ের সম্মেলন কক্ষে কোম্পানী কমান্ডার মোঃ গোলাম ফারুক এক প্রেসবিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।
গ্রেপ্তার কৃত হলেন কুমারখালী উপজেলার পশ্চিম লাহিনীপাড়ার ছলেমান শেখের ছেলে মোঃ আলিমান শেখ @ আলিম।
কোম্পানী কমান্ডার বলেন গত ১৬ আগষ্টে বিকেলে দিকে কুমারখালী উপজেলার পশ্চিম লাহিনীপাড়া গ্রামে সাহেব আলী(৫০) এর স্ত্রীর চম্পা বেগম এর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারই প্রতিবেশী আলিম শেখ এর কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আলিম শেখ লোহার পাইপ দিয়ে সাহেব আলীর বুকের মাঝখানে সজোরে আঘাত করে এবং মারাত্মক অবস্থা আহত হলে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে নিহত বাবা কুমারখালী থানায় দুইজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র‌্যাব-১২ এবং র‌্যাব-৪, সিপিসি-২ সাভার এর যৌথ অভিযানে গত রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কাঠাল বাগান এলাকা হতে পলাতক আসামি মোঃ আলিমান শেখ @ আলিম(৩২) কে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!