দলের বাকি সবাই যখন ব্যর্থ, তখন ‘ওয়ান ম্যান আর্মি’ হিসেবে অভিভূত হলেন গ্লেন ম্যাক্সওয়েল। ইনজুরিতে পড়েও হাল ছাড়েননি, গড়েছেন রেকর্ড।ডাবল হান্ড্রেড করে অস্ট্রেলিয়াকে জিতিয়ে ছেড়েছেন মাঠ।ওয়ানডে বিশ্বকাপের ৩৯তম ম্যাচে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাব দিতে নেমে ম্যাক্সওয়েল বীরত্বে ১৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।