ঢাকা অফিস :
করোনা পরিস্থিতির কারণে বদলে গেছে পরিবহণ শ্রমিকদের জীবন। বন্ধ গণপরিবহন, কাজ নেই তাই অভাব অনটনে দিন কাটাচ্ছে বেশিরভাগ পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের অনেকের অভিযোগ শ্রমিকদের কল্যাণ তহবিলের নামে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নগুলো প্রতি মাসে কোটি কোটি টাকা জমা করে কিন্তু শ্রমিকরা বিপদে কোন সহয়তা পায়না। এ কল্যাণ কাদের জন্য। এ টাকা কোথায়? এমন প্রশ্ন বেশিরভাগ শ্রমিকের।
এদিকে আইন বলছে সারা দেশে চলমান ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদনের মাধ্যমে অর্জিত মুনাফার পাঁচ শতাংশ শ্রমিক কল্যাণে খরচ করতে হবে। আর লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ সরকারের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হবে। সে অনুযায়ী সরকারের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে এখন কয়েকশো কোটি টাকা জমা রয়েছে। কিন্তু আইন না থাকায় শ্রমিকদের জন্য সে অর্থ খরচ করতে পারছেন না বলে জানায় শ্রম মন্ত্রনালয়।