এনামুল হক ইমন,কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালীর ২১ নং হোগলা জোতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠের জায়গা দখল করে রাস্তা নির্মানের অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।
জানা গেছে, কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জয়নাল আবেদীন এর বাড়ি থেকে হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে ৫’শ মিটার রাস্তা হেরিং করার নিমিত্তে উপজেলা পিআইও অফিস থেকে একটি টেন্ডার দেওয়া হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তাটি হেরিং বাস্তবায়নের জন্য কাজ শুরু করে দীর্ঘ তিন মাস আগে অভিযোগ উঠেছে। অপরদিকে সরকারী রাস্তার জায়গায় রাস্তা নির্মাণ না করে ২১ নং হোগলা জোতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে রাস্তা নির্মাণ কাজ শুরু করছে ঠিকাদার এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা খাতুন ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মকছেদ আলী স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান এর কাছে জমা দিয়েছেন।
এ বিষয়ে কুমারখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান স্থানীয় সাংবাদিকদের জানান, এ প্রকল্পের কাজের কোনো অনিয়ম আমার জানা নেই।
তবে রাস্তাটি নির্মাণে ড্রইংয়ের ভুলের কারণে বিদ্যালয়ের পিছন দিক দিয়ে রাস্তাটি রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান জানান এ রাস্তা নির্মাণে হোগলা জোতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে বেশ টানাপোড়েন রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি বিষয়টি সমাধান না করেন তাহলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে।
এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা খাতুন বলেন, বিদ্যালয়ের সমস্যার বিষয়গুলো ইউএনও কে জানিয়েছেন। এলাকাবাসীর দাবী এ রাস্তা নির্মাণের সরকারের ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হলেও নিম্নমানের নির্মাণ সামগ্রী ( ইট বালিও অন্যান্য সামগ্রী) ব্যবহার করায় ক’দিনের ভেঙে পড়েছে রাস্তার বেশ কিছু জায়গায়। রাস্তার পাশে মাটি ভেঙ্গে ইট সরে যাওয়ার কারণে জনগণের চলাচলের ব্যাপক অসুবিধা হচ্ছে। বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখে রাস্তাটি যথাযথ টেন্ডার মোতাবেক নির্মান কল্পে এলাকাবাসীর দাবি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান জানান, রাস্তা নির্মাণের পক্ষে ও বিপক্ষে দু’গ্রুপের দুটি অভিযোগ আমার কাছে এসেছে। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।