হুমায়ুন কবির, খোকসা:
সোসাইটি ফর সোসাল টেকনোলজি সাপোর্ট কুয়েত সাইট এর আর্থিক সহযোগিতার কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মানিককাট উত্তর পাড়া জামে মসজিদের ৭৪ জন মুসল্লিদের করোনা ভাইরাস কালীন ঘরবন্দি খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সোমবার দুপুরে মসজিদ চত্বরে সোসাইটির কর্মকর্তা মো: আব্দুর রহমানের উপস্থিতিতে ও উপজেলা ওলামা লীগের সভাপতি ও উপজেলা মসজিদের পেশ ইমাম মো: আবু দাউদ খানের সার্বিক সহযোগিতায় মানিককাট উত্তর পাড়া জামে মসজিদের মুসল্লিদের হাতে তুলে দেওয়া হয় এ খদ্য সহায়তা। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ১২ কেজি চাউল, ২কেজি ডাল,৩ লিটার সয়াবিন তেল, ৩ কেজি আলু, ২ কেজি চিনি, ১ কেজি লবণ ও ২ কেজি ছোলা।
উল্লেখ্য প্রতি বছরই এ সোসাইটির উদ্যোগে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করা হয়। সারাবিশ্বে করোনা ভাইরাসের কারণে এবার একটু ব্যতিক্রমধর্মী এ সকল মুসল্লিদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল।