ঢাকা অফিস : নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে দুই নৌযানের সংঘর্ষের পর একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপেজেলার বরখাপন ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নেত্রকোণার গুমাই নদী, ফাইল ছবিনেত্রকোণার গুমাই নদী, ফাইল ছবিনেত্রকোণার ডিসি কাজী মো. হাবিবুর রহমান বলেন, “এ পর্যন্ত নয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন।”