আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরে অনৈতিক কাজের সময় ২ খদ্দেরসহ একজন পতিতাকে আটক করেছে পুলিশ। আজ সন্ধ্যার ৭ টার সময় গোশালা রোডে অবস্থিত আব্দুল হাকিমের এর প্ল্যাট থেকে তাদেরকে হাতে নাতে আটক করা হয়েছে। সূত্রে জানা যায় গোশালা রোডে অবস্থিত হাকিম মঞ্জিল একটি প্ল্যাটে দীর্ঘদিন ধরে পতিতালয় হিসেবেই পরিচালিত হয়ে আসছিল।
সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানার এ এস আই আসাদ নেতিত্বে একদল পুলিশ অভিযান চালায় ওই বাড়িতে এ সময় ২ খদ্দের সহ ১ পতিতাকে অনৈতিক কাজে থাকা অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
আটককৃত পতিতা হল ভাদালিয়া স্বস্তিপুর এলাকার ওমর আলী শেখের স্ত্রী অন্তরা খাতুন (২৫) এবং সঙ্গে থাকা একজন আগ থেকে পালিয়ে যায়। এ সময় তাদের সাথে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ২ খদ্দের কুষ্টিয়া জেলার কবুরহাট এলাকার আশরাফুল ইসলামের ছেলে নাজমুল আলী (২৫), আতিয়ারের ছেলে আকিব হোসেন (২০) ও হায়েদ আলীর ছেলে ইমরান হোসেন কে আটক করা হয়। তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।