আরাফাত হোসেন, কুষ্টিয়া : গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সহযোগিতায় কুষ্টিয়া চৌড়হাস টার্মিনাল পদ্মাগড়াই বাস থেকে ভ্রাম্যমান আদালত ৬ জুয়ারীকে আটক করে সাজা প্রদান করেছে। এদের ছয় জুয়ারীর সাত দিন করে বিনাসশ্রম কারাদন্ড করা হয়।
আজ শুক্রবার রাত নয়টার সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ব্যবসা বানিজ্য শাখা এবং ফরমস এন্ড ষ্টেশনারী শাখার সবুজ কুমার বসাক কুষ্টিয়া চৌড়হাস বাস টার্মিনালে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ছয় জুয়ারীকে আটক করে।
আটকৃত হচ্ছে আলাউদ্দিন নগর সোন্দাহ সর্দ্দার পাড়ার সাকের আলীর ছেলে শাহীন, বাবু শেখের ছেলে নাজমুল ইসলাম, চৌড়হাস আদর্শপাড়া এলাকার আজিজের ছেলে লিটন, মৃত শামছুল উদ্দিনের ইমন, আশরাফের ছেলে সম্রাট, জালাল উদ্দিনের ছেলে চাঁদ কে সাত দিনের বিনাসশ্রম কারাদন্ড প্রদান করে। তাদের তাৎক্ষনিকভাবে জেলা কারাগারে প্রেরন করা হয় বলে জানান র্যাব-১২।