মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলায় দুরপাল্লার যাত্রীবাহী বাস ও খোয়া ভাঙ্গা গাড়ি দুর্ঘটনায় ওয়াসিম মিয়া (৩৩) এবং জাফর আলী (৩৫) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের বাড়ি আমঝুপি গ্রামের বিশ্বাস পাড়া। তারা আপন দুলাভাই-শ্যালক।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ইটের খোয়াভাঙ্গা শ্রমিক হিসেবে আমঝুপি গ্রামের আব্দুল জব্বারের খোয়া ভাঙ্গা যান (খোয়াভাঙ্গা মেশিন) নিয়ে বিভিন্ন স্থানে কাজ করে ওয়াসিম ও জাফর। ওই যান মেরামতের জন্য আজ ভোরে তারা দু’জন বাড়ি থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনাস্থলে পৌঁছলে ঢাকা থেকে মেহেরপুরগামী রয়েল পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। অপরদিকে ঘটনাস্থলেই খোয়া ভাঙ্গা গাড়ির ওয়াসিম ও জাফরের মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা বলেন, মরদেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।