আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের কুষ্টিয়া মন্ডল ফিলিং ষ্টেশনের কাছে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ সকালের দিকে কুষ্টিয়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বা আহত কারো নাম পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সে ট্রাকের শ্রমিক।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, সকালে শহরের কুষ্টিয়া-ঢাকার রোডে একটি পাথর বোঝায় ট্রাক রাস্তার পাশে দাড় করে ঘুমানো থাকাকালে অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে দুই ট্রাকের হেলপার ও চালক পালিয়ে যায়। ট্রাক দু’টি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।