আরিফ, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের সুখ নগর বস্তি থেকে দুই চোরকে আটক করেছে পুলিশ। আজ সন্ধ্যায় আটকের পর তাদের থেকে চুরির৩টি মোবাইল উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক মামুন অর রশিদ ( অপারেশন) এর নেতৃত্বে এস আই সাহেব আলী, মিলপাড়ার পুলিশ ফাড়ির এ এস আই আসাদ এর সহযোগিতায় একটি অভিযান পরিচালনা করেন।
মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান শহরের এরশানগর এলাকার আশরাফ আলীর ছেলে হিরোক(২৭) ও ঈদগাপাড়ার এলাকার মসলেমের ছেলে মবজেল (৩২) দুর্ধর্ষ চোর। তারা অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে মোবাইল ও টাকা চুরি করেছে। পৌর সদরের তাদের উৎপাত ছিল সবচেয়ে বেশি। সর্বশেষ ২৩ ডিসেম্বর জিলা স্কুলের গনি মনামী টাওয়ার থেকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেটের রেজাউল করিমের বাসা থেকে একটি মোবাইল চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়। এর সূত্র ধরে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আজ সন্ধ্যায় এই দুই জনকে আটক করেছে। মামলা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।