1. raselahamed29@gmail.com : admin :
  2. riajul.kst@gmail.com : riajul.kst :
বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১, ০২:৩৪ অপরাহ্ন

কুষ্টিয়ায় আগামীকাল ঘূর্ণিঝড় আমফান আঘাত হানতে পারে সতর্কতায় জেলা প্রশাসক

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ১২৪ বার নিউজটি পড়া হয়েছে

আরাফাত হোসেন : আজ সকাল ১০ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে মোঃ আসলাম হোসেন এর সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে ঘুর্ণিঝড় ‘আমফান’ মোকাবেলায় জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া, উপ-পরিচালক, স্থানীয় সরকার, কুষ্টিয়া, পুলিশ সুপার, কুষ্টিয়া এর প্রতিনিধি, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, র‍্যাব এর প্রতিনিধিসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
× সভায় জানানো হয়, আগামী ১৯ মে ২০২০ রাত ২ঃ০০ টার দিকে ঘুর্ণিঝড় ‘আমফান’ আমাদের জেলায় আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
× এই ঝড় সিডরের মত ক্ষয়ক্ষতি সাধন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় জনগনকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
× প্রয়োজনে স্থানীয় স্কুল কলেজগুলোকে সাময়িক আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যাবহার করতে হবে।
× বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। সবাইকে মোবাইল ফোন বা সম্ভাব্য অন্যান্য যন্ত্রে পর্যাপ্ত চার্জ দিয়ে রাখতে অনুরোধ করা হলো।
× ঝড়ে ক্ষয়-ক্ষতির পরিমান বেশি হলে এবং খাদ্যের সংকট হলে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম নম্বরঃ ০১৭২৩-৩২০৯৬৪ তে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
× একই সাথে সবাই করোনা বিষয়ে সাবধান থাকবেন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অতি-প্রয়োজনীয় না হলে ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকুন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel